চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তালীমুল কুরআন নুরানি মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের জোবরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত ২টার দিকে হঠাৎ মাদ্রাসার ভেতর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিখান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে টিনশেডের মাদ্রাসাটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. ওসমান গণি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে আমি মাদ্রাসা থেকে বাসায় পৌঁছে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এর মধ্যে রাত ২টার দিকে হঠাৎ মাদ্রাসার ভেতরে আগুন লাগার খবর পাই। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও টিনশেড হওয়ায় আগুন মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ১০টি কম্বল প্রদান করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান জয়নুল আবেদীন, ইউপি সদস্য আলমগীর ভুট্টো ও নির্বাচিত সদস্য আকমল হোসেনসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।