পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটেছে। এতে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবু জাফর।
ক্ষতিগ্রস্ত লিটন শিকদারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা হতে পারে। এই অগ্নিকান্ডে দেড় কোটি টাকার বেশি ক্ষতি।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল— পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদারের মেগাফিডের দোকান, মেশিনারী দোকান, গাড়ির গ্যারেজ (যেখানে নোহা গাড়ি ও মোটরসাইকেল ছিল), লেড মেশিনের দোকান, ওষুধের দোকান, হেলাল হাওলাদারের ওয়ার্কশপ, চায়ের দোকান ও বেলায়েত হোসেনের চায়ের দোকান।
পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদার আরও জানান, আগুনে পুড়ে আমার সব শেষ। কোনো কিছুই আর বাকি নেই। ফায়ার সার্ভিস সময়মতো এসে দ্রুত কাজ না করলে আমাদের বাজারের সব দোকান পুড়ে ছাই হয়ে যেত।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, প্রথমে নাজিরপুর ফায়ার সার্ভিসকে ও পরে পিরোজপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুটি ইউনিট ও জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাতের উৎস পাওয়া যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় তদন্ত না করে কিছুই বলা যাবে না।