শাহ সুমন, বানিয়াচং থেকে: নবীগঞ্জ উপজেলার দুই নম্বর পূর্ব ভাকৈর সাত নম্বর ইউনিয়নের নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৪ জন মেম্বার পদপ্রার্থী অংশ গ্রহন করেন।
ফুটবল মার্কা প্রতীক ১৯০ টি ভোট। ঘূর্ডি মার্কা প্রতীক ১৮৫ টি ভোট।টিউবওয়েল মার্কা প্রতীকের প্রার্থী শিপু আহমদ এবং মোরগ মার্কা প্রতীকের প্রার্থী তখলিছ মিয়া। নির্বাচনে তাঁরা দুজন ৩৯২ট ভোট সমান সমান হওয়াতে। পরবর্তী (২১ ডিসেম্বর) রোজ বুধবার তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল আটটা থেকে কেন্দ্রে দেখা গেছে উপচেপড়া ভিড়। বিশেষ করে কেন্দ্রে দেখা গেছে পুরুষ ভোটার চেয়ে নারী ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। বিকাল চারটা পর্যন্ত শান্তি পূর্ণ ভাবেই ভোট দিতে পেরেছেন ভোটাররা।
ভোট গণনা করা হলে টিউবওয়েল মার্কা প্রতীক মোঃ শিপু আহমদ ৫৩০ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।মোরগ মার্কা প্রতীক মোঃ তখলিছ মিয়া, ৪০৩ ভোট পেয়ে পরাজিত হন। শিপু আহমদ বলেন। সাত নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবাসেন বলেই তারা আমাকে বিজয়ী করেছেন। তাদের বিপদে আপদে সাত নম্বর ওয়ার্ডের জনগণের পাশে ছিলাম থাকব।