পুলিশ জানিয়েছে, বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের এক নারী গত ২ ডিসেম্বর খলিলের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন।
গ্রেফতার খলিল মিয়া বনগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তাকে রাতেই চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে র্যাব হবিগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজারের গোলচত্বর পয়েন্ট থেকে খলিলকে গ্রেফতার করে।
পরে রাতেই তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। অভিযানে তিনিও সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-নুমান নেতৃত্ব দেন।
মামলার বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র গোপ জানান, কিছু দিন আগে খলিল বনগাঁও আশ্রয়ণ প্রকল্পে প্রবেশ করে এক নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটকের চেষ্টা করলে খলিল পালিয়ে যান। পরে তার ভয়ে ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে আশ্রয়ণ প্রকল্প ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন।