
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২০ ডিসেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টার সময় ৫ নং বানা এবং ৬ নং পাচুড়িয়া ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেয়ারম্যান ও মেম্বর এবং সংরক্ষিত মহিলা প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় আলফাডাঙ্গা থানার
অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালি সার্কেল সুমন কর, আরও উপস্থিত ছিলেন দুই ইউনিয়নের বিট অফিসার এস,আই মোঃ শহিদুল ইসলাম,এবং এস,আই মোঃ আঃ ছামাদ,এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন,এএসআই (নিঃ)অর্জুন কুমার উপস্থিত ছিলেন।
মধুখালি সার্কেল অফিসার সুমন কর প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন,আচরণ বিধি ও আইন শৃঙ্খলা মেনে চলবেন এবং মতবিনিময় সভায় দিকনির্দেশনা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।