সংযুক্ত আরব আমিরাতে নববর্ষের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ জানুয়ারি এ ছুটি উপভোগ করবেন আমিরাতবাসী। আমিরাত ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তবে ২০২২ সাল থেকে শারজাতে সাপ্তাহিক সরকারি ছুটি হবে তিন দিন। নতুন বছরে সপ্তাহে কর্মদিবস হবে চারদিন। শনিবার, রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে এবং শুক্রবার অর্ধ-দিন ছুটি হিসাবে কার্যকর হবে৷
এ বছরের ৩১ ডিসেম্বর শুক্রবার, ফলে দিনটি সাপ্তাহিক ছুটির দিন। আগামী বছর ১ জানুয়ারি শনিবার এবং ২ জানুয়ারি রবিবার।
নতুন বছরে ওই দুই দিনও ছুটি। ফলে টানা ৩ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। কিছু সরকারি চাকরিজীবীরাও এ সুযোগ পাবেন।
Drop your comments: