অসুস্থ বোধ করায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগেও বছর তিনেক আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সেসময় তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করোনো হয়েছিল। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় একমাস ধরে চিকিৎসাধীন ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২ মার্চ ২০১৯ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।
সেবার ঢাকায় ওবায়দুল কাদেরের হার্ট অ্যাটাক হয়েছিল। সাথে সাথেই এনজিওগ্রাম করার পর তার হৃৎপিণ্ডে রক্ত চলাচলকারী নালীতে তিনটি ব্লক ধরা পড়ে। তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
তবে এবার ঠিক কী ধরনের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তা এখনও জানা যায়নি।