আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় পল্লী প্রগতি সহায়ক সমিতির আয়োজনে ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে “আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন ও সংস্থার বার্ষিক সম্মেলন -২০২১ ” অনুষ্ঠিত।
সকাল ১০টা থেকে দুর্নীতিবিরোধী র্যালী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা শুরু করেন।
সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ ও জালানি মন্ত্রলায়ের সাবেক অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর,চেয়ারম্যান প্রার্থী কাজী হারুনর রশীদ টুনু ,চেয়ারম্যান প্রার্থী আশরাফুজ্জামান মিয়া জিল্লু,সংস্থাটির ট্রেজারার সৈয়দ নাজমুল হোসেন (লোচন), সিনিয়র সহকারী ক্রেডিট ম্যানেজার বাহারুল ইসলম,সংস্থাটির কার্যক্রমের পরিচালক মো. আকরাম হোসেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থাটির ক্রেডিট ম্যানেজার ওয়াহিদুজ্জামান খান, জোনাল ম্যানেজার খান বদিয়ার রহমান,শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসীবুজ্জামান শাহীন প্রমূখ।
সাবেক অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, অলিয়ার রহমান খান মানবাধিকার রক্ষায়, সমাজসেবায় এবং ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় রেখে চলেছেন অসামান্য অবদান। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক, মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড, ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড, থাইল্যান্ড-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস কর্তৃক মহান বিজয় স্মৃতি সম্মাননা পদকসহ একাধিক স্বর্ণপদক লাভ করেছেন।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন,অলিয়ার রহমানের অবদানের কথা আলফাডাঙ্গা বোয়ালমারীর মানুষ আজীবন স্মরণ রাখবে। তিনি ব্যাক্তি অলিয়ার রহমান খান নন,তিনি একজন প্রতিষ্ঠান।
সভাপতি তার সমাপ্ত বক্তব্য দিতে গিয়ে স্ত্রীর কথা স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন,তিনি বলেন, আমার স্ত্রীর সহযোগিতা না থাকলে হয়তো এত কিছু করা আমার একার পক্ষে সম্ভব হতো না। সবাই আমার স্ত্রীর দোয়া করবেন।