বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে নিজ বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘরের আড়ায় রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তারা। নিহতরা হলেন, দিনমজুর জনি শেখ (২১) ও তার স্ত্রী নাহিদা আক্তার (১৮)। তাদের বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে।
পরিবারের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, মঙ্গলবার সকালে জনি ও তার স্ত্রী নাহিদা যে যার কাজ করছিলেন। এসময় জনির মা পাশের বাড়িতে যান। তবে ফিরে এসে ঘরে দম্পতির ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। এসময় প্রতিবেশীদের ডেকে ফাঁস খুলে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, এক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন জনি ও নাহিদা। বিয়ের পর থেকে এই দম্পতির বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাদের মধ্যে বিবাদ লেগে থাকত। পারিবারিক অশান্তির কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দম্পতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি সোমেন দাস।