প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ মিললো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব চললেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি বাতিল হয়েছে। তবে বাংলাদেশের পেছনের র্যা ঙ্কিং বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বছর নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী দল। বাছাই পর্ব থেকে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে উন্নীত হয়েছে।
বিশ্বকাপের সঙ্গে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপেও ঠাঁই পেয়েছে বাংলাদেশ দল। এখন থেকে তাই নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমা খাতুনরা। বাছাই পর্ব শেষে ওয়ানডে র্যাং কিংয়ে ৫-এ রয়েছে টাইগ্রেসরা। যার ফলেই আসলো গৌরবময় এ অর্জন।
Drop your comments: