আফগানিস্তানে ফের দূতাবাস চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
জাবিউল্লাহ মুজাহিদ তার বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাত কাবুলের দূতাবাসে তাদের পতাকা ফের টাঙিয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে এটি একটি ভালো সিদ্ধান্ত। আফগানিস্তান ও আরব আমিরাতের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আর দৃঢ় হবে।
গত ১৫ আগস্ট কাবুলের দখল নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। সে সময় দেশটিতে একাধিক দূতাবাস বন্ধ হয়ে যায়।
Drop your comments: