বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেনকে বল ছুড়ে মারায় পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আফ্রিদির নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির লেভেল-১ এর কোড অব কন্ডাক্ট ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেন তিনি। এ ধারায় পাকিস্তানি পেসারকে সর্বনিম্ন সাজা দিয়েছে আইসিসি।
ফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর এবং থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আর চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত অভিযোগ গঠন করেন। পরে আফ্রিদি তার অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
ক্রিজে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেনকে বল ছুড়ে মারেন শাহিন শাহ আফ্রিদি। বলের আঘাতে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন আফিফ।
শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। শাহিন বল ধরেই স্টাম্পে ছুড়ে মারেন। আফিফ দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি। তা সত্ত্বেও আফ্রিদি সজোরে বল ছুড়ে মারেন।
বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে যান। আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কিনা খোঁজ নেন বটে, তবে শাহিনের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।