আজিজুর রহমান দুলালঃ গত ১১ নভেম্বর বৃহস্পতিবার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা শাখা দুইদিন ব্যাপী কর্মসূচী পালন করছে। কর্মসূচীর মধ্যে ছিল ১১ নভেম্বর সকাল ১০টায় বঙ্গবন্ধু প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন যুবলীগের দলীয় কার্যলয়ে কেক কাটে কর্মসূচী পালিত হয়েছে এবং ১২ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ এর নেতৃত্বে এক বিশাল র্যালি বের করেন। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন এর সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম আহবায়ক জানে আলম জনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মো.রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন,পিকুল, জিন্নুরুনাইন রানা,পলাশ মাহামুদ,অসীত মৃধা ও পৌরসভা/ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি /সম্পাদকসহ সকল স্তরের নেতা-কর্মী।
আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন বলেন, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে, স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য সকল স্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।