বাংলাদেশকে উপহার হিসেবে প্রায় অর্ধকোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে সৌদি আরব এবং পোল্যান্ড। এরমধ্যে ইউরোপের দেশ পোল্যান্ড দিচ্ছে ৩৩ লাখ, আর সৌদি দিচ্ছে প্রায় ১৫ লাখ টিকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সফররত পোল্যান্ডের রাষ্ট্রদূত (নয়াদিল্লিতে বসবাসরত, বাংলাদেশ ও ভারত উভয় দেশের সঙ্গে যোগাযোগে দায়িত্বপ্রাপ্ত) অ্যাডাম বুরাকওস্কি বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে প্রতীকিভাবে টিকা হস্তান্তর করবেন। এদিকে পৃথক বার্তায় ফ্রান্স সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন- বিনা পয়সায় দেয়া পোল্যােন্ডের ওই টিকা আসছে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে। টিকার চালান এরইমধ্যে ঢাকাগামী বিমানে ওঠেছে। পররাষ্ট্র মন্ত্রীকে উদ্বৃত করে মন্ত্রণালয়ে নব নিযুক্ত তথ্য কর্মকর্তা মহসিন রেজা হোয়াটসঅ্যাপে বার্তাটি পাঠিয়েছেন। তাতে সৌদি আবর এবং পোল্যান্ড থেকে টিকা পাওয়ার খবরকে ‘গুড নিউজ’ বলে উল্লেখ করা হয়।
এতে মন্ত্রী মোমেন লিখেন- “রিয়াদে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান রিলিফ ফান্ড থেকে আমরা ১৪ লাখ ৯৯ হাজার ২ শ ৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি পাচ্ছি।