শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে একাধিক মামলার পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছে৷ বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে গত রাতে তাদের গ্রেফতার করা হয়।
এসময় বানিয়াচং থানার কর্মরত এসআই সন্তোষ চৌধুরী,এসআই রাকিব হোসেন, এসআই ফারুক হোসেন, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই তোহা, এ এসআই টিপু মিত্র সংগীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃ আশক আলী, পিতা- মৃত রজব আলী, সাং- মন্নরপুর, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ , হালসাং- কুমড়ী দূর্গাপুর ২। জাহাঙ্গীর মিয়া (৩৫) পিতা- মন্নর মিয়া, হলিমপুর ৩। মোঃ হোসাইন, পিতা- জালাল মাষ্টার, সাং- সন্দলপুর,গত-০৫/১১/২০২১ তারিখ দিবাগত রাতে যাত্রাপাশা থেকে শেখ মারুফ আহমেদ, পিতা- মৃত আলহাজ্ব ওমর আলী মাষ্টার এর বসতঘর হইতে গরু চুরি মামলায় জড়িত আসামীদের গ্রেপ্তার করা হয় ৪। রাহুল মিয়া প্রকাশ এরশাদ (২৬) পিতা- সমির উদ্দিন, সাং- বুরুজপাড়া, ৪নং ওয়ার্ড, ৪নং ইউ/পি ৫। নুরুল আমিন প্রকাশ লদু (৪০) পিতা- মৃত ওয়াহেদ উল্লা, সাং- যাত্রাপাশা, ১নং ওযার্ড, ৪নং ইউ/পি এবং ৯নং পুকড়া ইউনিয়নের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া মন্দিরে চুরি মামলায় জড়িত থাকা আসামীদের গ্রেপ্তার করা হয় ৬। ফয়সাল মিয়া (২৫) পিতা- জুনাব আলী, সাং- পশ্চিম পুকরা, ৯নং ইউ/পি ৭। আলমগীর মিয়া (৪০) পিতা- কাজী নুর মিয়া, সাং- পশ্চিম পুকড়া, ৯নং ইউ/পি, উভয়থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদের গ্রেফতার করা হয়।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বানিয়াচং থানা এলাকায় চুরি, ডাকাতি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বাংলা এক্সপ্রেসকে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান৷