ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৬ বছর বয়সী এই গায়িকা দেশটির ক্যারাটিংগা শহরের একটি গ্রামীণ এলাকার কনসার্টে যোগ দেয়ার কথা ছিল।
শুক্রবার (৫ নভেম্বর) দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বিমানটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার।
দেশটির কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ দুর্ঘটনায় গ্র্যামি পুরষ্কার জেতা এই গায়িকা ছাড়াও তার প্রোডিউসার, তার সাথে কাজ করা এক চাচা ও দুই পাইলট নিহত হয়েছেন।
মেন্ডনকা তার সার্টানেজো ধরনের অ্যালবামের জন্য ২০১৯ সালে ল্যাটিন অঞ্চলে গ্র্যামি জিতেছিলেন। তিনি ব্রাজিল ও ল্যাটিন অঞ্চলে বেশ জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ২২ মিলিয়ন এবং মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ে ৪ মিলিয়নের বেশি অনুসারী আছে।
উল্লেখ্য, ১৯২০ এর দশকে ব্রাজিলের গ্রামীণ অঞ্চলে সার্টানেজো ধরনের গানের উৎপত্তি হয়। সাম্প্রতিক সময়ে এটি গ্রামীণ দর্শকদের ছাড়িয়ে ল্যাটিন অঞ্চল জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে।