ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার দুবাই আল মামজার পার্কে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুবাই শাখার উদ্যোগে মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে৷
এ সময় দুবাই বিএনপির নেতাকর্মীরা বলেন, ‘১৯৭৫ সালে ৭’ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যেমে
যেভাবে গনতন্ত্র মুক্তি পেয়েছিল, তেমন করে দেশে আরেকটি সিপাহী বিপ্লবের মাধ্যেমে আবারো দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে৷ সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুত নিতে হবে। প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে, সকলকে আইন কানুন মেনে চলার বিকল্প নেই।’
উক্ত পিকনিক ও মিলন মেলায় দুবাই যুবদলের সভাপতি ইউনুচ বাচ্ছুর সভাপতিত্বে দুবাই যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোহাম্মদ জলিল এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন
দুবাই যুবদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ বেলাল উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। পিকনিকে অংশগ্রহণ করা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দুবাই যুবদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত। আমিরাত বিএনপির সহ-সভাপতি নওয়াব সিরাজুল ইসলাম, আমিরাত কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহামুদ চৌধুরী।
উপস্থিত ছিলেন প্রকৌশলী ফরিদ আহম্মেদ, নাসিম চৌধুরী, আব্দুল লতিফ, আলম গফুর, আবু ইউসুফ রানা, মোঃ জয়নাল আবেদিন জিল্লু, শাহ জাহান সজীব, সোহেল মাহমুদ, মানিকুল ইসলাম, জাকির হোসেন, নাসির ভূইঁয়া, সভাপতি, এহসান চৌধুরী,
জয়নাল আবেদীন, মুন্না, নিজাম উদ্দিন, রিপন তালুকদার, মোঃ মনসুর, ইয়াসিন খন্দকার, মোঃ সোহেল চৌধুরী প্রমুখ।