শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম রাহুল তালুকদার (২৫) সে হবিগঞ্জ সদরের ধূলিয়াখাল গ্রামের সাত্তার তালুকদারের পুত্র। গুরুতর আহত পান্না আক্তার (১৬) ও রিপন(২৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ২ নভেম্বর বিকাল ৩টায়। হবিগঞ্জ থেকে বানিয়াচং যাওয়ার পথে কালারডোবা নামক স্থানে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে প্রাইভেট কারটি দূর্ঘটনায় পতিত হয়ে পাশ্ববর্তী গভীর খাদে উল্টে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী উদ্ধার তৎপরতা শুরু করে প্রাইভেট কারের ভিতর আটকে পড়াদের জীবিত উদ্ধার করেন। উদ্ধারকারীগণ আশংকাজনকভাবে তিন‘ জন কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাহুল তালুকদারকে মৃত বলে ঘোষনা করেন। অন্য আহতের নাম সাদিয়া আক্তার (১৪)। আহত তিনজনের বাড়ি বানিয়াচং উপজেলার নন্দীপাড়া ও ইনাতখানী গ্রামে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।