খলিফায়ে রাসুল, হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু কোরআনের নূর তথা ফয়েজে কোরআন প্রদানের মাধ্যমে মানুষের অন্তকরণ পবিত্র করার যে আধ্যাত্মিক ব্যাবস্থাপনা দিয়েছেন তা বর্তমান বিশ্বে বিরল।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আজমান ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে আয়োজিত, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, আমিরাত শাখাসমূহের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কাগোতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোশের্দে আজম।
এছাড়াও তিনি বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা ও দরবার শরীফের বিভিন্ন কর্মকান্ডে সার্বিক সহযোগীতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব হারুন এম. আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাহাবুবুল আলম বোগদাদী ও মাওলানা জাফর আহমদ সহ আরো অনেকে।
পরিশেষে সংযুক্ত আরব আমিরাতে সর্ববৃহৎ ধর্মীয় এই মাহফিলে দেশ, জাতি,বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের দীর্ঘায়ু এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।