গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয় উদযাপন করায় ভারতের উত্তর প্রদেশের আগ্রা থেকে কাশ্মীরের ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে টুইটারের মাধ্যমে জানানো হয়েছে, এই ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে বিবেচনা করা হবে।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রার রাজা বলবন্ত সিং কলেজের প্রকৌশলবিদ্যার ওই ৩ শিক্ষার্থীর নামে সাইবার ক্রাইম এবং ধর্মের নামে বিদ্বেষ প্রচারের অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগও আনা হতে পারে।
পাকিস্তানের জয়ের পর দেশটির পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় ওই ৩ শিক্ষার্থীকে ইতোমধ্যে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়াও, একই কারণে উত্তর প্রদেশের বাড়েলি থেকে অপর ৩ জন এবং লখনৌ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।