রাজধানী দিল্লির টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিতে আসা তিন কৃষাণী বেপরোয়া গতির একটি ট্রাকচাপায় নিহত হয়েছেন। ঘটনার পরই ঘাতক ট্রাকচালক পলাতক।
গত প্রায় ১১ মাস ধরে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা। খবর এনডিটিভির।
সেই বিক্ষোভে অংশ নিতে টিকরি এলাকায় গিয়েছিলেন পাঞ্জাবের বাসিন্দা ওই তিন কৃষাণী। বুধবার বাড়ি ফেরার পথে তারা একটি রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলেন।
সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রোড ডিভাইডারের ওপর। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও এক নারীর। ঘাতক ট্রাকের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গেছে, নিহত ওই নারীরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। নিয়মিত টিকরি সীমানায় এসে তারা কৃষকদের অবস্থানে অংশ নিতেন।