মো. রাসেল ইসলাম: সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী জানিয়ে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে বেনাপোল পৌর আ.লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো।
মঙ্গলবার(১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেনাপোল ছোটআঁচড়া মোড়ে অবস্থিত আ.লীগ কার্যালয় হতে শোভাযাত্রাটি বেনাপোল বন্দর এবং বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বেনাপোল পৌর আ.লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে দলীয় অফিস কার্যালয়ে বেনাপোল পৌর আ.লীগের আহবায়ক এনামুল হক মুকুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।