মো. রাসেল ইসলাম: যশোরের শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি (৭.৬৫) পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৮ অক্টোবর) ভোরে শার্শার গোগা সীমান্ত থেকে এ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা বিওপি ক্যাম্পের কমান্ডার দবির উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে গোগা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রের চালন বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। এবং ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫),দুইটি ম্যাগজিন,দুই রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি পিস্তল ম্যাগজিন গুলি ও ফেনসিডিল শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।