বাংলাদেশকে ওমান, পাপুয়া নিউগিনি থেকে ওপরে রাখেন না বলেছিল স্কটিশ কোচ। তার কথার জবাব দিতে হতো মাঠেই কিন্তু বাংলাদেশ পারল না। চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিব্রতকর হারের স্বাদ পেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
রোববার ওমানের মাস্কাটে লাল-সবুজের প্রতিনিধিরা উপহার দিল এক রাশ হতাশা। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে আসর মাতিয়ে দিয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে তাদের করা ১৪০ রানের জবাবে ১৩৪ রানে থামে বাংলাদেশ।
বাংলাদেশকে হারানোর নায়ক ক্রিস গ্রিভস। দলের বিপর্যয়ে ২৮ বলে ৪৫ করার পর এই লেগ স্পিনার হয়ে গেলেন মূল হন্তারক। ৩ ওভার বল করে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ভালো করেছেন বাকিরাও।
ম্যাচ জিততে এক পর্যায়ে শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৭ রান। সাবলীল খেলতে থাকা আফিফ হোসেন ছক্কার প্রয়োজনে উঠিয়ে মারতে গিয়ে ওই ওভারে ধরা পড়েন মার্ক ওয়াটের বলে। আসে মাত্র ৫ রান। সম্ভাবনা হয়ে যায় আরও নিভু নিভু। পরের ওভারে নুরুল হাসান সোহানকে ছাঁটেন হুইল। ওই ওভারে এক ছয় মেরে মাহমুদউল্লাহও ধরা পড়েন বাউন্ডারি লাইনে। ম্যাচ অনেকটাই মুঠোয় চলে যায় স্কটিশদের। শেষ ওভারে ২৪ রান দরকার হলে শেখ মেহেদী কিছু রান এনে হারের ব্যবধানই কমিয়েছেন।