চাকরি দেওয়ার নামে খুলনার এক তরুণীকে (১৮) কুয়াকাটার এক আবাসিক হোটেলে এনে যৌনতায় বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর আলম খান (৩৬) নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয় এবং হোটেল মালিককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় মানবপাচার আইনে মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের বলেন, হোটেলের রিসিপশনে চাকরি দেওয়ার কথা বলে তাকে খুলনা থেকে বৃহস্পতিবার বিকেলে রেডিয়েশন হোটেলে নিয়ে আসা হয়। এরপর তাকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে হোটেল রুমে যৌনতায় বাধ্য করা হয়।
বলা হয় এটাই তার চাকরি। ট্যুরিস্ট পুলিশ গোপনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে। ওই তরুণীর দাবি তাকে সাগর নামের এক ব্যক্তি চাকরির কথা বলে ওই হোটেলে নিয়ে যায়। এ ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।