নোয়াখালীর প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে বিয়ের সাত দিনের মাথায় এক নববধূ আত্মহত্যা করেছে।
নিহত পালি আক্তার (২১) উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী।
সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে একই দিন ভোর রাতে উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক ভাবে অক্টোবর মাসের ৪তারিখে একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়ের সাথে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে নববধূর বরকে প্রচন্দ হয়নি। বরের বয়স ছিল ৪১ প্লাস। আবার অনেকে বলছে নববধূ শারীরিক ভাবে দুর্বল ছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারণ এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।
চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.ইকবাল হোসেন বলেন, নববধূ সোমবার ভোররাতে শ্বশুর বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এখন পর্যন্ত আত্মহত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিস্তারিত জানা যাবে।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন আরো জানান, এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিত ভাবে কোন অভিযোগ করেনি।