নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে তাকে উপজেলার দুধগাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, সোমবার সন্ধ্যায় রবিউল শিশু কন্যাটিকে পাশের একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে রবিউল পালিয়ে যায়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত দুইটার দিকে ওই শিশুর বাবা রবিউলকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার সঞ্চিতা রানী জানান, প্রাথমিকভাবে শিশুটির শরীরের ধর্ষণের আলামত মিলেছে। শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত আছে। তবে তার মনে ভীতি সঞ্চার হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হবে।