আমাকে হত্যাচেষ্টা করা হয়েছে বার বার কিন্তু মরি নাই, এটা তাদের দুঃখ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ দেশের জন্য আমি কাজ করে যাবো। আর যখন মৃত্যু আসবে তখন মরে যাবো। এটা নিয়ে কিছু চিন্তা করার নেই। ৭৪ এর দুর্ভিক্ষের ঘটনার পেছনে একটা গভীর চক্রান্ত ছিল। তখন যিনি খাদ্য সচিব ছিলেন জিয়াউর রহমান পরবর্তীতে তাকে তো মন্ত্রীও বানালো। কেনো বানিয়েছিল তাকে? একবার চিন্তা করেন।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু না। আকাঙ্ক্ষা থাকলে আমার বাবা যেমন অনেক আগেই মন্ত্রী এমপি হতে পারতেন, আমিও পারতাম। কিন্তু সেটা তো আমি করিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবশেষ যে নির্বাচন হয়েছে তাতে ভোটাররা ছিল স্বতঃস্ফূর্ত। অনেক চেষ্টা হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এরপরেও নির্বাচন হয়েছে। ভোটের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।