ইতালিতে ছোট আকারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ প্লেনটির আট আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রবিবার মিলান শহরের উপকণ্ঠে একটি ফাঁকা অফিস ভবনে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে দোতলা ভবনটিতে আগুন ধরে যায়। এরইমধ্যে আগুন নেভাতে সমর্থ হয়েছে অগ্নিনির্বাপন কর্মীরা।
দুর্ঘটনায় নিহতরা সবাই উড়োজাহাজের আরোহী ছিলেন বলে জানা গেছে। এর বাইরে এ ঘটনায় আর কারও মৃত্যু হয়নি।
স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিহত যাত্রীরা ফরাসি নাগরিক বলে প্রতীয়মান হচ্ছে।
দুর্ঘটনাস্থলের পাশেই একটি মেট্রো স্টেশন রয়েছে। অগ্নিনির্বাপনকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল সংলগ্ন একটি পার্কিং লটে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সৌভাগ্যক্রমে এ সময় গাড়িগুলোতে কেউ ছিল না।