পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী।
সন্ধ্যায় প্রবাস বার্তাকে টেলিফোনে মন্ত্রী ইমরান আহমদ জানান, সফরে সিআইপি প্রবাসীদের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “আমার আশা ছিল বিমানবন্দরে পিসিআর ল্যাবের পুরোপুরি কার্যক্রম শুরু হবে এবং প্রবাসীদের সাথে একই ফ্লাইটে দুবাই যাবো। যদিও আপাতত সেটা হচ্ছে না। আশা করছি, দু’এক দিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। তখন আমিরাতগামী প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে পারবেন।”
মন্ত্রী ইমরান আহমদ জানান, সফরে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দীর্ঘ দিন বন্ধ থাকা আমিরাতে বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা চালুর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আগামী ৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।