জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে বিএনপি একধাপ নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা জাতিসংঘে তার বক্তব্যে বাংলাদেশকে সম্মানিত করছেন। তিনি আরও বলেন, বিএনপি সিরিজ বৈঠকের নামে ষড়যন্ত্র বৈঠক করছে। বিএনপি আবার ষড়যন্ত্র বাস্তবায়ন করলে, জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।
Drop your comments: