নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে সমাপ্ত হলো আমিরাতগামী যাত্রীদের কাঙ্ক্ষিত বিমানবন্দরে রেপিড পিসিআর ল্যাবের কাজ। ল্যাবের কাজ শেষ হওয়ায় দুবাইগামী যাত্রীদের জন্য ফ্লাইট চলাচলে আর বাধা থাকছে না। আজ শনিবার বিমানবন্দরে ল্যাবের কাজ সমাপ্ত হয়েছে।
ফ্লাইট চালুর ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, যেহেতু ল্যাবের কারণে ফ্লাইট বন্ধ ছিল তাই এয়ারলাইনস নতুন করে শিডিউল ঘোষণা দিলে যেকোনো সময় ফ্লাইট চালু হতে আর বাধা নেই।
এদিকে একাধিক ট্রাভেলের সঙ্গে আলাপ করেছে বাংলা এক্সপ্রেস প্রতিনিধি। পাঠকদের জন্য জানার চেষ্টা করেছি এয়ারলাইনসগুলো ফ্লাইট বুকিং নিচ্ছে কি না। তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত বাংলাদেশ বিমান, এমিরেটস এয়ারলাইনস, এয়ার আরাবিয়া, ইত্তেহাদ, ইউএস-বাংলা অথবা ফ্লাই দুবাই, কোন প্রতিষ্ঠানই শিডিউল ঘোষণা করেনি। তাই তারা যাত্রীদের ফ্লাইট বুকিং নিতে পারছেন না। তবে, আশাবাদী যেকোনো সময়ে এয়ারলাইনসগুলো ফ্লাইট শিডিউল ঘোষণা করবে। শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গেই আমিরাতগামী যাত্রীদের জন্য বুকিং শুরু হবে।