যশোর জেলা প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের ঝিকরগাছায় স্বাস্থ্য, শিক্ষা ও সমাজ কল্যাণমূলক সেবায় প্রবীণ, প্রতিবন্ধি ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকতর অভিগম্যতা উন্নয়ন সাধন (এসডিডিবি) প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার সময় ঝিকরগাছা উপজেলা সভা কক্ষে এসডিডিবি প্রকল্পের স্টাডি রিপোর্ট ও উপকারভোগীদের অভিজ্ঞতা সহভোগিতা শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
“কারিতাস বাংলাদেশ” খুলনা অঞ্চলের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন আহমেদ, কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারী প্রতিনিধি উপকারভোগী ও মিডিয়াকর্মী বৃন্দ। কর্মশালায় ৫০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।