মো. রাসেল ইসলাম: ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় বেনাপোল ইমিগ্রেশনের ভিতরে আব্দুর রহিম (৪৮) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে। সে ঢাকার দক্ষিন খান এলাকার মোঃ জহিরুল হকের ছেলে। তার পাসপোর্ট নং ইবি-০৫৮৪৭৫৩।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আব্দুর রহিম উন্নত চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর বেনাপোল চেকপোষ্ট দিয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যায়। ভারতের ভেলোরে ডাক্তার দেখিয়ে তিনি আজ রোববার দুপুরের দিকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে আসেন। ইমিগ্রেশনে পাসপোর্টে সিল মারা জন্য ডেক্সে পাসপোর্ট জমা দিয়ে শারীরিক অসুস্তার কারনে চেয়ারে বসে পড়েন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্রত তার কার্যক্রম শেষ করে দেন। ইমিগ্রেশন থেকে বের হওয়ার সময় আন্তজার্তিক প্যাসেঞ্জার র্টামিনাল ভবনে ঢলে পড়েন। পরে ইমিগ্রেশনে কর্মরত ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহতের পরিবারের সাথে কথা বলে নিহতের লাশ তার বাড়িতে পাঠানোর ব্যবস্তা করা হয়েছে।