আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন হেলেঞ্চা যুব সমাজের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ৫টায় আলফাডাঙ্গা ফুটবল একাদশ বনাম পাকুড়িয়া ফুটবল একাদশ হেলেঞ্চা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।বুড়াইচ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন এড.জামাল হোসেন মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মকিবুল হাসান বাবলু, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম জানে আলম জনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
খেলাটি পরিচালনা করেন – বুড়াইচ ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির। ফুটবল টুর্নামেন্টে আলফাডাঙ্গা ফুটবল একাদশ পাকুড়িয়া ফুটবল একাদশকে ২ – ১ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সবশেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।