আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ১ নং বুড়াইচ ইউনিয়ন এর বোর্ড অফিসে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যক্রম এবং আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ (আগষ্ট) মঙ্গলবার বিকাল ৩ঃ৩০টার আলফাডাঙ্গা উপজেলার ১ নং বুড়াইচ ইউনিয়নের বোড অফিসের সামনে বিটের দায়িত্বে থাকা এস আই মো ইউনুছ আলী বিশ্বাস কতৃক আয়োজিত
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার এস আই মোঃ আজিজ শেখ, থানার অন্যান্য অফিসার, ফোর্স প্যানেল চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইউনিয়নের সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক ও সর্বস্থরের জনগন।
এ সময় থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, জনগণকে পুলিশিং সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না।পুলিশ সেবা দিতে চলে আসবে আপনাদের পাশে। অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রুত পুলিশি সেবা পাওয়ার জন্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে। ওসি ওয়াহিদুজ্জামান আরো বলেন, এই ১নং বুড়াইচ ইউনিয়নের ১নং বিটের পুলিশের কাজের জন্য এস আই মো ইউনুছ আলী বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা বিটের দায়িত্বরত যিনি থাকবেন তাকে মাদক ব্যবসা, মদক সেবক, ইভটিজিং,এবং চাঁদাবাজি যারা করে তাদের নাম ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহোযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদকসহ সমাজের অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব হবে না।