বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের হাজারও নেতাকর্মী। একইসঙ্গে খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেন। পরে উত্তেজিত নেতাকর্মীরা খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন।
এ সময় বক্তব্য রাখেন- দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ।