ফরিদপুর প্রতিনিধি: পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএমবার -এর উপস্থিতিতে ঘোষপুর ইউনিয়নের বিবাদমান দু’গ্রুপের দেশীয় অস্ত্রসমর্পন করেন বোয়ালমারী থানা পুলিশ কাছে।
আজ রোববার বিকেলে চন্ডিবিলা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে ঘোষপুর ইউনিয়নের ৪নং পুলিশ বিটের আয়োজনে আইন শৃংঙ্খলা মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম বার। অফিসার ইনচার্জ মো. নুরুল আলমের সভাপতিত্বে পুলিশের উপপরিদর্শক মো. ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন (মধুখালী সার্কেল) সুমন কর, উওজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষ চাঁন মিয়া গ্রুপের লোকজন ১৬টি ঢাল, ৭টি কাতরা, ৬টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, এবং ফারুক চেয়ারম্যানের সমর্থক কাজী রউফউদ্দীনের লোকজন, ২২টি ঢাল, ২১টি সড়কি, এবং ১২টি রামদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।