স্প্যানিশ লা লিগায় খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। রায়ো ভায়োকানোতে নাম লিখিয়েছেন তিনি।
মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টস ও মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টস একই তথ্য দিয়েছে।
জেনোভা স্পোর্টস এক পোস্টে লিখেছে, ‘বাংলাদেশি প্রথম ফুটবলার হিসেবে জিদান মিয়া লা লিগার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। রায়ো ভায়োকানোর সঙ্গে তার চুক্তির বিষয়টি ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। দুই মাস আগে জিদান মিয়া আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে ক্লাবটিতে সুযোগ পেয়েছেন তিনি।’
জানা গেছে, মরিস পানেইলো নামের এক ফুটবল এজেন্ট জিদানের চুক্তির বিষয়ে কাজ করেছেন।
চুক্তি হলেও প্রথম মৌসুমেই ভায়োকানোর মূল দলে খেলবেন না জিদান। আপাতত দলের সঙ্গে রেখে জিদানের দক্ষতা আরও বাড়ানো হবে। পরের মৌসুমে হয়ত লা লিগায় দেখা যেতে পারে তাকে।
প্রসঙ্গত, বাবা-মা বাংলাদেশি হলেও জিদানের জন্ম ইংল্যান্ডে। ২০ বছর বয়স এখন তার। ভায়োকানোতে যোগ দেয়ার আগে ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে খেলেছেন জিদান মিয়া। এছাড়া ইংল্যান্ড, ওয়েলস, ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন যুব দলে খেলেছেন তিনি।