নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২৮ আগস্ট চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বাভাবিক ফ্লাইট। সপ্তাহের শনি ও মঙ্গলবারে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই অফিস থেকে প্রেরিত রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত মঙ্গলবার এ অনুমতি দেওয়া হয়।
Drop your comments: