আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বর্তমান সরকার যখন রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করছে তখন লাবসা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে ফুলবাড়ি গ্রামের একটি রাস্তা কয়েক বছর ধরে মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে।
মাগুরা ফুলবাড়ি গ্রামের অহিদুজ্জামানের বাড়ি হতে নুর আলী সরদারের বাড়ি পর্যন্ত রাস্তাটি অবহেলা আর উদাসীনতার কারণে প্রায় মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উল্লিখিত রাস্তা দিয়ে ৫০০-৬০০ লোক প্রতিনিয়ত চলাচল করে বলে গ্রামবাসী জানিয়েছে। চলতি বর্ষা মৌসুমের ভারী বর্ষায় রাস্তাটির উপর হাটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করার কারণে পাশের বাড়ি রনজিত পালের পুকুরের পূর্ব-পশ্চিম পাড় ভেঙে ভেঙে বর্তমানে রাস্তায় অর্ধেক পুকুরের ভেতর চলে গেছে। বর্তমানে রাস্তাটি দিয়ে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা চলাচলসহ গ্রামবাসীর যাতায়াতের জন্য ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
আপাতত উদ্যোগী কিছু গ্রামবাসীর নিজের উদ্যোগে ২ ট্রলি রাবিশ বিছিয়ে কোন রকমে চলাচল করছে তারা। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বারের সাথে কথা বললে তিনি বলেন রাস্তাটির কাজের জন্য এডিপি ট্রেন্ডার পেয়েছে কিন্তু তারা কাজ করছে না। তিনি আরও বলেন আগামী শুষ্ক মৌসুমে আমার ভাগের টাকা দিয়ে রাস্তাটি করে দেব। মেম্বরের কথায় মধ্যে কোন মিল না থাকায় গ্রামবাসী পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। গ্রামের অনেক মানুষের চলাচলের রাস্তাটি যাতে অবিলম্বে সংস্কার হয় তার জন্য ভুক্তভোগীমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।