আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সেখানে তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করছে যে, প্রেসিডেন্ট আশরাফ গণি ও তার পরিবারকে মানবিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত স্বাগত জানিয়েছে।
গত রোববার উগ্রপন্থী মিলিশিয়াদের হাতে কাবুলের পতন হলে দেশত্যাগ করেন প্রেসিডেন্ট গণি। তখন জানা গিয়েছিল তিনি তাজিকিস্তানে রয়েছেন। তবে নিশ্চিতভাবে তার অবস্থান প্রকাশ করা হয়নি কোথাও থেকে।
Drop your comments: