কুয়েতের কৃষি অঞ্চল আবদালি এলাকায় আগুনে দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত বাংলাদেশিরা হলেন— খুরশিদ আলী (৪৮) তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের বাসিন্দা, কামাল উদ্দিন (৫১) মৌলভীবাজারের জুড়ি উপজেলার মাগুরা গ্রামের ও মোহাম্মদ ইসলাম (৩২) কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে— গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় মোহাম্মদ আলকাছ নামে আরও এক বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
এদিকে মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হুসেন, প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কল্যাণ সহকারী তৌহিদ ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তারা নিহতদের লাশ দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।