নিজস্ব প্রতিবেদকঃ করোনার কারণে দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং আন্তর্জাতিক বিমান বন্দরে অতি দ্রুত রেপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন করেছেন।
শনিবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন তারা।
চট্টগ্রামে আরব আমিরাত প্রবাসীদের মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, ‘দেশে আটকা পড়া প্রবাসীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন। চাকুরি ও ভিসার মেয়াদ নিয়েও রয়েছে জটিলতা।’
তারা আরও বলেন, ‘কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট চালু করা হলেও বাংলাদেশের সঙ্গে এখনও হয়নি। আমিরাত সরকার ফ্লাইট চালুর ক্ষেত্রে প্রধান শর্ত দিয়েছিল আন্তর্জাতিক বিমান বন্দরে রেপিড পিসিআর টেস্টের বুথ স্থাপন। বাংলাদেশে এখন পর্যন্ত সেরকম বুথ স্থাপন না করায় ফ্লাইট চালু করা যাচ্ছে না। আমরা অনতিবিলম্বে বিমানবন্দরে করোনা টেস্টের বুথ স্থাপনের জন্য আবেদন জানাচ্ছি।’