মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে যশোরের শার্শায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে শার্শা উপজেলার খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, স্থানীয় সূধীজন ও এলাকাবাসীদের মধ্যে চারা বিতরণ করেণ অতিথিরা। পরে বিদ্যালয় ও এতিমখানা প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ। এসময় উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: জাহিদুল আমিন, উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা প্রশিক্ষণ অফিসার দীপংকর দাস, উদ্ভিদ সংরক্ষণের অতিরিক্ত উপ-পরিচালক সৌমিত্র সরকার, বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার সেলিম হোসেন, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।