সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হিজরী নববর্ষ (১৪৪৩) উপলক্ষে দু’দিন ফ্রি পার্কিং ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, হিজরী নববর্ষ উপলক্ষে ১২ আগস্ট বৃহস্পতিবার ও ১৩ আগস্ট শুক্রবার দুবাই সিটিতে বিনামূল্যে গাড়ি পার্কিং করা যাবে। ১৪ আগস্ট শনিবার থেকে আবারও পে পার্কিং চালু হবে।
এদিকে আরবি নববর্ষ উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আরব বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন।
Drop your comments: