আজিজুর রহমান দুলালঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন,উপজেলা কৃষিবিদ রিপন।
পাশাপাশি যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।