পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে ডুবে নাজমুল ও সুরাইয়া নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এ মর্মান্তিক ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজেদের বাড়ীর উঠানের দুপুরে নাজমুল ও সুরাইয়া খেলাধূলা করছিল। পরে পরিবারের সকলের অগোচরে নাজমুল ও সুরাইয়া বাড়ির পুকুরে পরে যায়। অনেক সময় দুই ভাই-বোনকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পড়ে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৈয়বুর রহমান জানান, নাজমুল ও সুরাইয়া নামের দুই ভাই-বোনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন।