আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন অমান্য করায় ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার লকডাউনের ৭ম দিনে এ ঘটনা ঘটে।
উপজেলার জনগনকে ঘরে রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী ও আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামান,থানার এসআই (নিঃ) আব্দুছ সামাম ও ফোর্সসহ উপজেলা প্রশাসনের কর্মীবৃন্দ থানা এলাকার প্রতিটি বিট ও বাজার অভিযান করে ১০ জনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা সরকারী নির্দেশনা অমন্য করে দোকান খোলা রাখে এবং মাক্স ছাড়া বাহিরে ঘুরাঘুরি করায় ১০ জনকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করলে সামনের দিনগুলোতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।