সিলেট ক্যান্টনমেন্টে গত ২২ জুলাই রাতে আগুন লাগার গুজব ছড়ানোর অভিযোগে সাত জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন – র্যাব।
আটককৃতরা হলেন- মো. আশফাকুর রহমান (৩২), আলা উদ্দিন আলাল (৪৭), রেজা হোসাইন (২০). সোহেল আহমেদ (২৬), আবুল কাশেম (৩৫), রাজন আহমদ (৩৭) ও মোক্তার হোসেন (২৮)। তারা সিলেট মহানগর ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আজ রোববার সন্ধ্যায় তাদের আটকের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম।
তিনি বলেন, ‘গত ২২ জুলাই সিলেটের সদর উপজেলার মুরাদপুরে অবস্থিত সিলেট ক্যান্টনমেন্টে আগুন লাগার গুজব ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় র্যাব-৯ এর সাইবার মনিটরিং টিম গুজবের ব্যাপারে অনুসন্ধান করে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে গুজব ছড়ানোর এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আটক করে।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেন। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর অধীনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’